পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা হুমকির কারণে কারফিউ জারি করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর পরামর্শে জেলা প্রশাসন রোববার (১৬ মার্চ) কারফিউ জারির এই সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। মাত্র তিন দিন আগে দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলা চালানোর চেষ্টা নস্যাৎ করে পাকিস্তানের সেনাবাহিনী। ওই ঘটনায় ১০ জন হামলাকারী নিহত হয়। এর আগে জানদোলা এলাকায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
এর পরের দিন দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম–ফজলের (জেইউআই–এফ) জেলা আমিরসহ অন্তত চারজন আহত হন।
গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে দেশজুড়ে সশস্ত্র হামলার সংখ্যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পিআইসিএসএসের প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি মাসে পাকিস্তানে অন্তত ৭৪টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৯১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন সশস্ত্র হামলাকারী। আহত হয়েছেন ৫৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ জন সাধারণ নাগরিক এবং ১০ জন হামলাকারী।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে পাকিস্তানে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, যেখানে ৪৬টি হামলায় ৬৫ জন নিহত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ হামলা হয়েছে বেলুচিস্তানে, যেখানে ২৪টি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সহিংসতার কারণে পাকিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি চরম উদ্বেগজনক হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।