ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পোস্টের মাধ্যমে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা খান তালাত মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানায়, খান তালাত মাহমুদের স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাড়ি বরগুনা জেলায়।

নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ  জানান, পারিবারিকভাবে খান তালাত মাহমুদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। রাজধানীতে তাঁর এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই পক্ষের নিকটাত্মীয়সহ প্রায় ১০ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুরে। তিনি তারিকুল ইসলাম খানের ছেলে। শিক্ষাজীবনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে তাঁর জীবনে।

এ বিষয়ে খান তালাত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিয়ের খবর প্রকাশের পর শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।

 

আলোচিত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ জারি

পোস্টের মাধ্যমে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা খান তালাত মাহমুদ

০৯:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানায়, খান তালাত মাহমুদের স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাড়ি বরগুনা জেলায়।

নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ  জানান, পারিবারিকভাবে খান তালাত মাহমুদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। রাজধানীতে তাঁর এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই পক্ষের নিকটাত্মীয়সহ প্রায় ১০ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুরে। তিনি তারিকুল ইসলাম খানের ছেলে। শিক্ষাজীবনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে তাঁর জীবনে।

এ বিষয়ে খান তালাত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিয়ের খবর প্রকাশের পর শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।