ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব

স্বাধীনতা দিবস উপলক্ষে এবছর কুচকাওয়াজ আয়োজন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার (১৬ মার্চ) মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “গতবার কুচকাওয়াজ হয়নি, এবছরও হবে না। আমরা এখন একটি যুদ্ধাবস্থায় আছি, তাই আনন্দ করার মেজাজে নেই।”

এছাড়া তিনি জানিয়ে দেন যে, রমজান, ঈদের ছুটি এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস একই সময়ে পড়ায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, “আজকের বৈঠকে কিছু সাধারণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্বাস্থ্যসেবা ও শ্রমিকদের সমস্যার বিষয়েও আলোচনা হয়। নাসিমুল গনি জানান, ঈদের আগে শ্রমিক অসন্তোষ এড়ানোর জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের বেতন সময়মতো দেওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, “বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমাদের প্রস্তুতি পুরোপুরি প্রস্তুত, পুলিশ শক্তিশালী হয়েছে এবং কাজ চলছে। আমরা কোনো ধরনের হুমকি দেখতে পাচ্ছি না।”

এছাড়া স্বরাষ্ট্র সচিব বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী এবং কোনো ধরনের আক্রমণের ঝুঁকি নেই।

আলোচিত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ জারি

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব

০৮:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবস উপলক্ষে এবছর কুচকাওয়াজ আয়োজন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার (১৬ মার্চ) মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “গতবার কুচকাওয়াজ হয়নি, এবছরও হবে না। আমরা এখন একটি যুদ্ধাবস্থায় আছি, তাই আনন্দ করার মেজাজে নেই।”

এছাড়া তিনি জানিয়ে দেন যে, রমজান, ঈদের ছুটি এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস একই সময়ে পড়ায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, “আজকের বৈঠকে কিছু সাধারণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্বাস্থ্যসেবা ও শ্রমিকদের সমস্যার বিষয়েও আলোচনা হয়। নাসিমুল গনি জানান, ঈদের আগে শ্রমিক অসন্তোষ এড়ানোর জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের বেতন সময়মতো দেওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, “বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমাদের প্রস্তুতি পুরোপুরি প্রস্তুত, পুলিশ শক্তিশালী হয়েছে এবং কাজ চলছে। আমরা কোনো ধরনের হুমকি দেখতে পাচ্ছি না।”

এছাড়া স্বরাষ্ট্র সচিব বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী এবং কোনো ধরনের আক্রমণের ঝুঁকি নেই।