ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চীনের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধান উপদেষ্টা

চীন সফরে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় আগামী ২৯ মার্চ তাকে এই ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, চীন সফরের অংশ হিসেবে ২৯ মার্চ সকালে ড. মুহাম্মদ ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। প্রেস সচিব আরও জানান, সফরের সময় ড. ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশের উৎপাদন খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ আহ্বান করবেন। তিনি বলেন, “আমরা ম্যানুফ্যাকচারিং খাতে একটি বিপ্লব ঘটাতে চাই এবং চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবো।”

এদিকে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে তার বৈঠক হয়েছে। এছাড়া, সফরের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। সফরকালে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ বিকেলে চীনের উদ্দেশে রওনা হবেন।

আলোচিত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ জারি

চীনের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধান উপদেষ্টা

০৮:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

চীন সফরে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় আগামী ২৯ মার্চ তাকে এই ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, চীন সফরের অংশ হিসেবে ২৯ মার্চ সকালে ড. মুহাম্মদ ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। প্রেস সচিব আরও জানান, সফরের সময় ড. ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশের উৎপাদন খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ আহ্বান করবেন। তিনি বলেন, “আমরা ম্যানুফ্যাকচারিং খাতে একটি বিপ্লব ঘটাতে চাই এবং চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবো।”

এদিকে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে তার বৈঠক হয়েছে। এছাড়া, সফরের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। সফরকালে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ বিকেলে চীনের উদ্দেশে রওনা হবেন।