প্রিমিয়াম ডিজাইন: ক্যামেরা ও ফ্রেমের নিখুঁত মিশেল রেনো ১৩ সিরিজ–এর মাধ্যমে স্বকীয় ডিজাইন ভাবনা ফুটিয়ে তুলেছে অপো। এটির ক্যামেরা মডিউল এবং ব্যাক ফ্রেম নিখুঁতভাবে একই সঙ্গে মিলে যায়। ফলে মোটেই অসামঞ্জস্যপূর্ণ মনে হয় না।
লুমিনাস লুপ: লুমিনাস লুপ হচ্ছে ক্যামেরা মডিউলকে ঘিরে অভিনব সেলফ–ইলুমিনেটিং রিং। প্রাকৃতিক বায়োলুমিনেসেন্স থেকে অনুপ্রাণিত এই লুমিনাস লুপ রেনো ১৩ সিরিজকে শুধু একটি ফোনের চাইতেও বেশি কিছুর অভিজ্ঞতা দেবে।