বিএনপি-জামায়াতের ‘ঠেলাঠেলির’ রাজনীতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য একটি নতুন সুযোগ তৈরি করছে। এমন মন্তব্য করেছেন, এবি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার রাতে ফেনীতে দলের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, পঁচাত্তরের পর বিএনপি-জামায়াতের রাজনীতির কারণেই আওয়ামী লীগের উত্থান ঘটেছিল। চব্বিশের বিজয়ের পর আবারও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে এবি পার্টিসহ বেশিরভাগ রাজনৈতিক দল সম্মুখভাগে অংশ নিয়েছিল। শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেওয়ার মাধ্যমে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এবি পার্টির চেয়ারম্যান আন্দোলনে নিহত ছাত্র-জনতার খুনিদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান। বলেন, এই সরকারকেই এটি নিশ্চিত করতে হবে, নইলে অনেক তাজা রক্ত বৃথা যাবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি, জামায়াত ও ছাত্রদের নেতৃত্বে পৃথক জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এবি পার্টি জাতীয় স্বার্থ মাথায় রেখে জোট বা একক নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলার সদস্যসচিব ফজলুল হক, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ আলম প্রমুখ।