নেত্রকোনার বারহাট্টায় প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইকে শেষ দেখা দেখেছেন বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননান। শ্বাসকষ্টজনিত কারণে গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় মারা যান আননানের বড় ভাই আ. হান্নান। পরে ভাইকে পরিবারের অনুরোধে শুক্রবার দুপুরে নেত্রকোনা কারাগার থেকে পুলিশ আননানকে মৌয়াটি গ্রামে নিয়ে যায়।
আননানের আইনজীবী নজরুল ইসলাম হিমেল প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় অংশ নিতে না পারলেও, আননান তার বড় ভাইকে শেষ দেখা দেখতে পেরেছেন। এসময় বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন আননানের ছেলে-মেয়ে।
আননানের স্ত্রী বলেন, “আজ (শুক্রবার) বিকেল ৪টা পর্যন্ত তার মুক্তির সময় ছিল, তবে সন্তানদের কান্না দেখে নিজেকে সামলাতে না পেরে আগেই চলে যান।”
গত ৪ আগস্ট বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়। সরকার পতনের পর ১৯ আগস্ট উপজেলা বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে বারহাট্টা থানায় মামলাটি দায়ের করেন। এরপর ২৫ অক্টোবর যুবলীগ নেতা আননানকে গ্রেপ্তার করা হয়, এবং তিনি কারাগারে ছিলেন।