ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার দুপুর পৌনে ১টায় নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে স্টেশন রোড, দূর্গাবাড়ী ও আমলাপাড়া সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার কোনো অধিকার নেই। তারা এখন জনগণের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। বাংলার মাটিতে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। বিএনপি ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিদিন মাঠে থাকবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে। যারা মাঠে থেকে রাজনীতি করে, তারাই দলের প্রকৃত কর্মী। বিগত সময়ে দলের কর্মসূচি সফল করেছি, তাই দল আমাকে মূল্যায়ন করেছে। আগামী দিনেও আমরা মাঠে থাকার প্রতিজ্ঞা করছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আব্দুর রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন খান, সহ-সভাপতি মিনহাজুল আবেদীন রাসু, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম মসিউর সোহাগ, রাসেল চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান চাঁন, তাঁতিদলের আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম, জাসাসের তারেক সালাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচিত

গৌরীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের

ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১১:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার দুপুর পৌনে ১টায় নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে স্টেশন রোড, দূর্গাবাড়ী ও আমলাপাড়া সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার কোনো অধিকার নেই। তারা এখন জনগণের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। বাংলার মাটিতে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। বিএনপি ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিদিন মাঠে থাকবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে। যারা মাঠে থেকে রাজনীতি করে, তারাই দলের প্রকৃত কর্মী। বিগত সময়ে দলের কর্মসূচি সফল করেছি, তাই দল আমাকে মূল্যায়ন করেছে। আগামী দিনেও আমরা মাঠে থাকার প্রতিজ্ঞা করছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আব্দুর রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন খান, সহ-সভাপতি মিনহাজুল আবেদীন রাসু, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম মসিউর সোহাগ, রাসেল চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান চাঁন, তাঁতিদলের আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম, জাসাসের তারেক সালাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।