ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির জেলা দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে থেমে থেমে যান চলাচল করতে থাকলেও বিকেল ৫টা পর্যন্ত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, আশুগঞ্জের ‘আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ’ মাঠে বিএনপির সম্মেলন আয়োজনের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। কলেজটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সম্মেলনে আগত নেতাকর্মীদের গাড়ির চাপে সড়কটিতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
এদিকে, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এতে সড়কের এক পাশ বন্ধ থাকায় যানবাহনের চাপ আরও বেড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কারণে জেলা শহরের পরিবর্তে আশুগঞ্জে সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে দুই দফায় তারিখ পেছানোর পর অবশেষে ১ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান। তিনি বলেন, ‘বিএনপির সভার কারণেই যানজট হয়েছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আশা করছি সন্ধ্যার মধ্যেই যানজট স্বাভাবিক হবে।’
এদিকে, দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা। অনেকে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন। স্থানীয়রা এ ধরনের রাজনৈতিক আয়োজন মহাসড়কের পাশে না করার আহ্বান জানিয়েছেন।