ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা পাঁচ দিনের রিমান্ডে

সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরের গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ নির্দেশ দেন। মহানগর দায়রা জজ পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আজ শাকিল ও ফারজানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, শাকিল আহমেদ ও ফারজানা রুপা এই ঘটনার উসকানিদাতা। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

আলোচিত

গৌরীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা পাঁচ দিনের রিমান্ডে

০২:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরের গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ নির্দেশ দেন। মহানগর দায়রা জজ পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আজ শাকিল ও ফারজানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, শাকিল আহমেদ ও ফারজানা রুপা এই ঘটনার উসকানিদাতা। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।