অতিদ্রুত সরকার নির্বাচনের ব্যবস্থা করছেন বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনগণও প্রত্যাশা করছে।’
সরকারের পক্ষ থেকে রোডম্যাপের বিষয়ে জানানো হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা কবে জানাবেন ওনারা ঠিক করবেন, সম্ভবত ১৫ তারিখের মধ্যেই উনারা কিছু একটা বলবেন।’
বৈঠকের পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের চাওয়ার ওপর নির্ভর করবে। তিনি আরও বলেন, ‘এখন যদি সব পার্টি বলে, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, সে ক্ষেত্রে উনি তো (প্রধান উপদেষ্টা) বলেছেন। এমন নয় যে উনি একটি জায়গায় স্থির আছেন। রাজনৈতিক দলগুলো কী চায়, তার ওপর নির্ভর করবে।’