আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার তিনি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘লিফলেট এমন কিছু বক্তব্য লেখা আছে যার মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি হয়। তাই যারাই এ লিফলেট বিতরণ করছে তাঁদের গ্রেপ্তার করা হবে। এটা সরকারের কঠোর নির্দেশনা।’
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ, মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগ। গত শনিবার সকালে দলটির পক্ষ থেকে প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালন করে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী। সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তাঁরা।
১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।