ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয় পায় লিভারপুল। মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহর জোড়া গোলে এদিন জয় পায় দ্যা রেডসরা। এ ম্যাচ জয়ে আগের ৫৩ এর সঙ্গে আরও তিন পয়েন্ট যুক্ত হলো তাদের। বর্তমানে ৫৬ পয়েন্ট নিয়ে লীগের শীর্ষ অবস্থান ধরে রাখলো আর্নে স্লটের দল।
ম্যাচ শেসে স্লট বলেন, ‘ম্যাচটি ঠিক তাই হয়েছে যা আমরা আশা করছিলাম। ম্যাচে তারা খুব তীব্র ছিল এবং প্রতি সেকেন্ডে মাঠে দৌড়িয়ে খেলেছে। এই ম্যাচ জিততে আমাদের একটু ভাগ্য দরকার ছিল। ম্যাচে, তারা একটি ভাল দল এবং তাদের একজন ভাল কোচ রয়েছেন। আমি খুব খুশি কারণ আমরা নিজেদের সম্পর্ক বজায় রাখতে পেরেছি এবং ম্যাচে দুটি গোল করতে পেরেছি। আমি বিশ্বাস করি না যে অনেক বছর ধরে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। বিশ্ব ও লীগে কে সেরা তা বিচার করা অন্যদের উপর নির্ভর করে। দ্বিতীয় বিষয় হলো দুই দলের মধ্যে পার্থক্য। এ ম্যাচটি একটি সহজ সুযোগ ছিল না, তবে এটি আপনাকে দেখায় যে আমরা কতটা ভালো ছিলাম’।
ম্যাচে দারুণ ছন্দে থাকা ৩২ বছর বয়সী মোহাম্মদ সালাহ প্রথম গোল করেই নাম লেখান নতুন এক মাইলফলকে। এটি ছিল ইউরোপের সব দল মিলিয়ে সালাহর ৩০০তম গোল। ম্যাচ শেষে যা হয় ৩০১। এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি-আক্রমণে দুই দলই সুযোগ তৈরির চেষ্টা চালায়। তবে ম্যাচের শেষপর্যন্ত বোর্নমাউথ অনেক চেষ্টা চালিয়েও ম্যাচ নিজেদের দিকে নিতে পারেনি। অপেক্ষার অবসান হয় ৩০তম মিনিটে। স্বাগতিকদের ডি-বক্সে কোডি গাকপো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। দারুণ সুযোগ পেয়ে তা কাজে লাগান মিশরীয় ফরোয়ার্ড সালাহ। বিরতির পর ৭৫তম মিনিটে পরবর্তীতে কার্টিস জোন্সের পাসে লিড দ্বিগুণ করেন সালাহ।
এ নিয়ে লিভারপুলের জার্সিতে সালাহর গোলসংখ্যা ২৩৬। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে সালাহর গোলসংখ্যা হয় ২১। এ নিয়ে নতুন করে ৫ বার একই কীর্তি গড়েছেন সালাহ। এর আগে মৌসুমভেদে তার গোল– ২০১৭-১৮ (৩২), ২০১৮-১৯ (২২), ২০২০-২১ (২২) ও ২০২১-২২ (২৩)।
বোর্নমাউথ লিভারপুলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল না। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অন্যতম চমকের নাম বোর্নমাউথ। পয়েন্ট তালিকার তিনে থাকা নটিংহাম ফরেস্টের বিপক্ষে আগের ম্যাচে ৫ গোল দিয়েছে তারা। লীগে এর আগে ম্যানচেস্টার সিটি (২-১) ও ম্যানচেস্টার ইউনাইটেডকেও (৩-০) হারিয়েছিল দলটি। টেবিলের ৭ নম্বরে থাকা বোর্নমাউথের পয়েন্ট ২৪ ম্যাচে ৪০। নটিংহাম ফরেস্ট আছে তিন নম্বর পজিশনে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭।
আগামী ৭ই ফেব্রুয়ারি লীগ কাপে অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক লিভারপুল।