দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে এবারের বিপিএল শুরু করেন এনামুল হক বিজয়। মাঝপথে অধিনায়কত্ব হারান। তবে ব্যাট হাতে আসরটা দারুণ কেটেছে তার। ১ সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরি আর ১৩০ স্ট্রাইকরেটে করেছেন ৩৯২ রান। আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয় এই আসর থেকে শিখেছেন কঠোর পরিশ্রম করলে সাফল্য মেলে।
এবারের বিপিএলে শেষ দিকে হ্যাটট্রিক জয়ে প্লে-অফের আশা জাগিয়েছিল রাজশাহী। যদিও প্লে-অফের রেসে খুলনার কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে পদ্মাপাড়ের দলটির। গতকাল বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন এনামুল হক বিজয়। তিনি লেখেন, ‘এই বিপিএল আমাকে শিখিয়েছে চাইলে স্বল্প মেধা আর কঠোর পরিশ্রম দিয়েই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়। প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা দেখার সুযোগ পেয়েছিলাম। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এবং এর অর্ধেক জিততে পেরেছি। ধন্যবাদ টিম ম্যানেজমেন্ট এবং প্রতিটি খেলোয়াড়কে যারা সবসময় আমাদের পাশে থেকেছে এবং আমাদের সমর্থন করেছে। এ ছাড়া সব ভক্তকেও ধন্যবাদ। যারা সবসময় আমাদের রাজশাহী দলকে সমর্থন করেছে।
বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় আরও লিখেছেন, আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ এমন একটি সময়ে বিপিএল আয়োজন করার জন্য, যখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের একটি দুর্দান্ত টুর্নামেন্ট দেওয়ার জন্য। যাদের কথা উল্লেখ করিনি, আমাদের প্রতিটি বন্ধু এবং অনুসারী যারা আমাদের ভালোবাসে, শুভাকাঙ্খী যারা সবসময় আমাদের সমর্থন করে। আমার হৃদয়ের গহীন থেকে আপনাদের ধন্যবাদ।
ব্যাট হাতে ফর্মে থাকা টাইগার বিজয়কে নিয়ে কানাঘুঁষাও কম হচ্ছে না। চলমান আসরে ফিক্সিং সন্দেহের তালিকায় উঠে এসেছে তার নাম। এমনকি দেশত্যাগে নিষেধাজ্ঞার সংবাদও প্রকাশ হয়।
যদিও এক বিবৃতিতে খবরটিকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ফিক্সিং নিয়ে সব খবর ভুয়া দাবি করেন বিজয়।