কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্টগার্ডের মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, মাদক বহনকারী একটি ট্রলারে অভিযান চালাতে গেলে, নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করার সময় পানিতে ডুবে মারা যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। অভিযানে ওই ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি। এছাড়া আটক করা হয়েছে ট্রলারটির মালিককে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুস শফি (৪৫), তিনি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার বাসিন্দা ছিলেন। আটক ট্রলার মালিকের নাম হেলাল উদ্দিন, যিনি যুবদলের সাবরাং ইউনিয়ন শাখার সভাপতি এবং শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার নুরুল আমিনের ছেলে।
কোস্টগার্ডের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানেন যে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে আসছে। অভিযান চালানোর সময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামানোর সংকেত দিলে, ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় ট্রলারে থাকা আবদুস শফি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন এবং পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে, হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না, সম্ভবত পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
এদিকে, কোস্টগার্ডের অভিযানে ট্রলারটি জব্দ করা হয়েছে এবং সেখানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।