অটোরিকশা থেকে নামিয়ে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে স্বামীর কাছে ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে এক গার্মেন্টসকর্মীকে (২৯) দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিরাজদিখান উপজেলার বালুচর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার চর চসুমদ্দিন গ্রামের বাসিন্দা।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি গার্মেন্টসে কাজ করেন। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে স্বামীর কাছে ফেরার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন তিনি।
বালুচর এলাকায় ডিসি প্রজেক্টের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে যায় এবং সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি।
ভুক্তভোগী নারী ২১ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, “গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নুরু প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে শনিবার আদালতে হাজির করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এ বিষয়ে ওসি মিজানুল হক বলেন, “এমন নির্মম অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, শিগগিরই অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীরও সতর্ক থাকা জরুরি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।