অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।