চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত এবং ভিয়েতনাম থেকে আসা ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ। খাদ্য মন্ত্রণালয় আজ সোমবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে। এর আগে, গত শনিবার পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। এই তিন দিনে দেশে মোট ৬১ হাজার টন চাল আমদানি হলো।
খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ভিয়েতনাম থেকে জিটুজি চুক্তির আওতায় ১২ হাজার ৫০০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। এটি ভিয়েতনামের চালের দ্বিতীয় চালান। এর আগে, প্রথম চালানে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশ থেকে চাল আমদানি অব্যাহত রেখেছে। নিয়মিতভাবে এই চালের চালানগুলো দেশে আসছে।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে মোট ৬ লাখ ২২ হাজার টন চাল আমদানি করা হয়েছে, যার মধ্যে ৩ লাখ ৪০ হাজার টন সরকারি আমদানি এবং বাকি ২ লাখ ৮২ হাজার টন বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে এসেছে।