মাতৃভূমিতে ফিরে আসার পর ফুটবল ভক্তদের উন্মাদনার মধ্যে আবেগে আপ্লুত হামজা চৌধুরী। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে পৌঁছানোর পর তিনি বলেন, ‘দেশে ফিরে খুব ভালো লাগছে, আমি রোমাঞ্চিত। আমার হৃদয় পরিপূর্ণ।’
বিমানবন্দরে বিশাল ভিড়ের মধ্যে হামজা সাংবাদিকদের বলেন, ‘অস্বস্তিকর পরিবেশের কারণে দুই মিনিটও ঠিকমতো কথা বলতে পারিনি। তবে, আমি ভারতে হারানোর বার্তা দিতে চাই। ইনশা আল্লাহ আমরা উইন খরমু।’ হামজা আরও বলেন, ‘আমার বড় স্বপ্ন আছে, কোচ হাভিয়ের কাবরেরা সঙ্গে কাজ করব এবং আমরা প্রোগ্রেস করতে পারব।’
হামজার অভিষেক হতে যাচ্ছে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভারত ম্যাচ নিয়ে প্রশ্নের উত্তরে হামজা প্রথমে কিছুটা বিভ্রান্ত ছিলেন, তবে পরে স্পষ্টভাবে জানান, ‘ইনশা আল্লাহ আমরা উইন করব।’
হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বলেন, ‘আজ আমার জন্য গর্বের দিন। খুব ভালো লাগছে।’ হামজার জন্য গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।
আজ দিনের বাকিটা সময় হবিগঞ্জের স্নানঘাট গ্রামে কাটানোর পর হামজা আগামীকাল ঢাকায় ফিরে জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন এবং ভারত ম্যাচের প্রস্তুতি শুরু করবেন। পরশু, ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরা সংবাদ সম্মেলন করবেন, যেখানে হামজা এবং অধিনায়ক উপস্থিত থাকবেন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যা অনুষ্ঠিত হবে ২৫ মার্চ।