ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রিজভীর

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

কুমিল্লায় যুবদলের এক নেতার মৃত্যুর ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই নেতাকে আটক করে নির্যাতনের পর মৃত অবস্থায় ফেরত দিয়েছে। আজ (শনিবার) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় এসব কথা বলেন তিনি। “ড. ইউনূসের আমলে এ ঘটনা ঘটবে কেন?”- এমন প্রশ্নও তোলেন রিজভী।

তিনি আরও বলেন, “ড. ইউনূসকে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা ও গণতান্ত্রিক দেশগুলো সম্মান করে। দেশের মানুষও তাঁকে শ্রদ্ধা করেন। কিন্তু তাঁর সরকারের সময়ে যদি শেখ হাসিনার শাসনামলের মতো দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হয়, তাহলে জনগণ হতাশ হবে।”

কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “যদি ওই ছেলেটি অপরাধী হন, তাহলে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যেত। কিন্তু ভয়াবহ নির্যাতনের মাধ্যমে হত্যা করে পরিবারের কাছে মরদেহ ফেরত দেওয়া—এটা এ আমলে হবে কেন?” বলেন, “যখন জনগণ ভয়ংকর দানবীয় সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, তখন কেন শেখ হাসিনার শাসনামলের মতো ঘটনাগুলো ঘটবে?”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কিছু বিদেশি শক্তি বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। “ভারতের কিছু গণমাধ্যম হাসিনা সরকারের পতন নিয়ে আফসোস প্রকাশ করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা নিন্দনীয়।”

তিনি সতর্ক করে বলেন, “সরকার যদি সঠিক পথে চলতে ব্যর্থ হয়, তাহলে এসব অপপ্রচার আরও বাড়বে এবং বিদেশি শক্তিগুলো সুযোগ নেবে।”

আলোচিত

গৌরীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের

কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রিজভীর

১০:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লায় যুবদলের এক নেতার মৃত্যুর ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই নেতাকে আটক করে নির্যাতনের পর মৃত অবস্থায় ফেরত দিয়েছে। আজ (শনিবার) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় এসব কথা বলেন তিনি। “ড. ইউনূসের আমলে এ ঘটনা ঘটবে কেন?”- এমন প্রশ্নও তোলেন রিজভী।

তিনি আরও বলেন, “ড. ইউনূসকে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা ও গণতান্ত্রিক দেশগুলো সম্মান করে। দেশের মানুষও তাঁকে শ্রদ্ধা করেন। কিন্তু তাঁর সরকারের সময়ে যদি শেখ হাসিনার শাসনামলের মতো দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হয়, তাহলে জনগণ হতাশ হবে।”

কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “যদি ওই ছেলেটি অপরাধী হন, তাহলে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যেত। কিন্তু ভয়াবহ নির্যাতনের মাধ্যমে হত্যা করে পরিবারের কাছে মরদেহ ফেরত দেওয়া—এটা এ আমলে হবে কেন?” বলেন, “যখন জনগণ ভয়ংকর দানবীয় সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, তখন কেন শেখ হাসিনার শাসনামলের মতো ঘটনাগুলো ঘটবে?”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কিছু বিদেশি শক্তি বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। “ভারতের কিছু গণমাধ্যম হাসিনা সরকারের পতন নিয়ে আফসোস প্রকাশ করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা নিন্দনীয়।”

তিনি সতর্ক করে বলেন, “সরকার যদি সঠিক পথে চলতে ব্যর্থ হয়, তাহলে এসব অপপ্রচার আরও বাড়বে এবং বিদেশি শক্তিগুলো সুযোগ নেবে।”