ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। একুশের টান আমাদের সাহসী করেছে এবং ছাত্র-জনতার অভ্যুত্থান তার জ্বলন্ত প্রমাণ। আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ বছর বইমেলার মূল প্রতিপাদ্য ছিল, ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। অধ্যাপক ইউনূস জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে চলা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যা নতুন বাংলাদেশের গড়ার সংকল্পকে শক্তিশালী করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের বইমেলায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের নির্মাণ নতুন তাৎপর্য নিয়ে এসেছে।’ একুশের পটভূমিতে জাতির প্রতি এক নতুন দিগন্তের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘একুশ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। এই বন্ধন সব ধরনের জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমাদের শহীদ মিনারে নিয়ে যায়, যেখানে আমরা শান্তি ও সমাধান পাই।’ তিনি আরো যোগ করেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জাতি ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রকাশক প্রতিনিধি মো. রেজাউল করিম বাদশা।
এবারের বইমেলায় থাকছে নতুন জুলাই চত্বর, স্টলের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মেলায় অংশগ্রহণ করছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, এবং একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

আলোচিত

গৌরীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের

একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে: প্রধান উপদেষ্টা

০২:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। একুশের টান আমাদের সাহসী করেছে এবং ছাত্র-জনতার অভ্যুত্থান তার জ্বলন্ত প্রমাণ। আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ বছর বইমেলার মূল প্রতিপাদ্য ছিল, ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। অধ্যাপক ইউনূস জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে চলা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যা নতুন বাংলাদেশের গড়ার সংকল্পকে শক্তিশালী করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের বইমেলায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের নির্মাণ নতুন তাৎপর্য নিয়ে এসেছে।’ একুশের পটভূমিতে জাতির প্রতি এক নতুন দিগন্তের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘একুশ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। এই বন্ধন সব ধরনের জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমাদের শহীদ মিনারে নিয়ে যায়, যেখানে আমরা শান্তি ও সমাধান পাই।’ তিনি আরো যোগ করেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জাতি ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রকাশক প্রতিনিধি মো. রেজাউল করিম বাদশা।
এবারের বইমেলায় থাকছে নতুন জুলাই চত্বর, স্টলের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মেলায় অংশগ্রহণ করছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, এবং একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।