জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে আবারও গ্রেপ্তার হয়েছেন বগুড়ার আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান লিপি। পরে বাড়ি ফেরার পথে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর থেকে স্বামী-স্ত্রী দুজনেই কারাগারে বন্দি ছিলেন।
ওসি বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। পরে শুক্রবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলা তদন্তে আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।