ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এমবিবিএস পাসসহ মেডিসিন, কার্ডিওলজি, শিশু বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে। বিএমডিসি কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত হতে হবে। প্রার্থীকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে বা অনুরূপ প্রতিষ্ঠানে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা।
পদের নাম: অতিরিক্ত প্রধান মেডিকেল অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এমবিবিএস পাসসহ মেডিসিন, কার্ডিওলজি, শিশু অথবা সার্জারি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা অথবা মেডিকেল
সায়েন্স সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে। বিএমডিসি কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত হতে হবে।
বেতন: ৫০,০০০-৭১, ২০০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা রেজিস্ট্রারের অনুকূলে ১০০০ টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট এবং সব সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ আবেদনপত্র রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩ মার্চ ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি