আমির খানের নতুন প্রেম, বান্ধবী গৌরীর জন্য দেহরক্ষী নিয়োগ!
বিনোদন ডেস্ক
২৫ বছরের পরিচিতির পর বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান তার বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জনের পর অবশেষে নিজেই সম্পর্কের সত্যতা নিশ্চিত করলেন এ অভিনেতা।
প্রেমের বিষয়ে মুখ খুললেন আমির
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, ‘আমরা মনস্থির করেছি যে, এই সম্পর্ক নিয়ে এখন জনসমক্ষে বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা সম্পর্কে আছি। এরপর থেকে আমাদের আর কিছু লুকানোর প্রয়োজন নেই।’
তার এই ঘোষণা আসার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। গৌরীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার খোঁজ করা শুরু করেছেন অনেকে।
গৌরীর জন্য দেহরক্ষী নিয়োগ
প্রেমের বিষয়টি জনসমক্ষে আসার আগেই বান্ধবীর নিরাপত্তার কথা ভেবে একজন ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ করেছেন আমির। তিনি জানান, ‘আমি গৌরীর কথা সকলকে জানানোর আগে থেকেই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটা কেবল আমার নিজের মনের শান্তির জন্য করা।’
গৌরীকে ভক্তদের সামনে আনার পরিকল্পনা
আমির জানিয়েছেন, খুব শিগগিরই তিনি তার ভক্তদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেবেন। তবে গৌরী মিডিয়ার এতটা আলোচনার জন্য প্রস্তুত নন বলে তাকে সময় নিতে হয়েছে।
এই নতুন সম্পর্ক নিয়ে আমিরের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এখন দেখার বিষয়, কবে প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই তারকা যুগলকে।