বাংলাদেশের লড়াকু ব্যাটিং, নাজমুল-জাকেরের জুটিতে ২৩৬ রান
স্পোর্টস ডেস্ক
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
টপ অর্ডারের ব্যর্থতার পরও লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ইনিংস এবং জাকের আলীর শেষ মুহূর্তের প্রতিরোধে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা।
আজকের ম্যাচে নাজমুল শান্ত ইনিংস উদ্বোধন করেন। আগের ম্যাচে ওপেনিং করা সৌম্য সরকার আজ একাদশে জায়গা পাননি, তার পরিবর্তে দলে আসেন মাহমুদউল্লাহ। তবে তিনি ওপেনার না হওয়ায়, নাজমুলকে ইনিংসের সূচনা করতে হয়। শুরুতে তানজিদ হাসানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়লেও নবম ওভারে ব্রেসওয়েলের বলে ২৪ রান করে তানজিদ আউট হলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।
টপ অর্ডারের ব্যর্থতা
পরের ব্যাটসম্যানরা যেন উইকেটে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। তাওহিদ হৃদয় (৭), মুশফিকুর রহিম (২) ও মাহমুদউল্লাহ (৪) হতাশ করেন। কেবল মেহেদী হাসান মিরাজ দুই অঙ্কে পৌঁছান, তবে ১৪ বলে মাত্র ১৩ রান করেন তিনি। ব্রেসওয়েল টানা ১০ ওভার বোলিং করে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন, যা বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়।
নাজমুল-জাকেরের প্রতিরোধ
এ অবস্থায় বাংলাদেশের ইনিংসকে টেনে তোলেন অধিনায়ক নাজমুল ও জাকের আলী। ৬৭ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন তাঁরা। নাজমুল ১১০ বলে ৯টি চারের সাহায্যে ৭৭ রান করেন। কিন্তু ৩৭তম ওভারে ও’রুর্কের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হলে আবারও বিপদে পড়ে দল।
শেষ মুহূর্তের লড়াই
জাকের আলী এরপর লড়াই চালিয়ে যান। রিশাদ হোসেন ২৫ বলে ২৬ রান করে কিছুটা সহযোগিতা করেন, তবে ৪৫তম ওভারে স্ট্রাইক রোটেট করতে না পারায় বাংলাদেশ শেষ মুহূর্তে রান তুলতে হিমশিম খায়। ৪৯তম ওভারে রান নেওয়ার চেষ্টায় রান আউট হন জাকের (৫৫ বলে ৪৫), ফলে বাংলাদেশের ২৫০ ছাড়ানোর স্বপ্ন ভঙ্গ হয়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (নাজমুল ৭৭, জাকের ৪৫, রিশাদ ২৬, তানজিদ ২৪, মিরাজ ১৩; ব্রেসওয়েল ৪/২৬, ও’রুর্ক ২/৪৮, জেমিসন ১/৪৮)।
[আরও পড়ুন:] পাকিস্তানের বিপক্ষে টেন্ডুলকার নাকি কোহলি – কে সেরা?
[আপনার মতামত দিন:] বাংলাদেশের সংগ্রহ যথেষ্ট কি?