৬ মাসে ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক
- ১১:০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 60
চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির মূল সংস্থা মেটা নিশ্চিত করেছে, এসব অ্যাকাউন্ট ভুয়া প্রোফাইল, স্প্যাম ও জালিয়াতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।
ফেসবুকের ‘ক্রিয়েটরস ব্লগ’-এ গত ১৪ জুলাই প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, “আমরা বিশ্বাস করি কনটেন্ট ক্রিয়েটরদের নিজস্ব কণ্ঠস্বর ও দৃষ্টিভঙ্গিকেই উদ্যাপন করা উচিত। যেন নকলবাজ ও ছদ্মবেশীরা তাদের কণ্ঠস্বর চাপা দিতে না পারে।”
মেটার তথ্যমতে, এসব মুছে ফেলা অ্যাকাউন্টের অনেকগুলোই বড় কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে চালানো হচ্ছিল। পাশাপাশি, ভুয়া আচরণ ও স্প্যামিংয়ের সঙ্গে জড়িত আরও ৫ লাখ অ্যাকাউন্টের মন্তব্য ডিমোট করা হয়েছে, রিচ কমিয়ে আনা হয়েছে এবং এসব অ্যাকাউন্টের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি তেমন উদ্বেগের কারণ না হলেও, কেউ কেউ অভিযোগ করেছেন যে তাদের প্রকৃত অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এই সুযোগে কিছু স্ক্যামারও সক্রিয় হয়ে উঠেছে। তারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে।
ফেসবুকের হেল্প পেজে জানানো হয়েছে, ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট স্থগিত হওয়া বা নিষ্ক্রিয় হওয়ার বিরুদ্ধে ১৮০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। নির্ধারিত সময়ে আপিল না করলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।
ব্যবহারকারীদের ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট সংক্রান্ত আপডেট জানানো হবে এবং লগইন করার সময়ও এ বিষয়ে বার্তা দেখানো হবে। সেই সঙ্গে আপিলের নির্দেশনা দেওয়া হবে। তবে গুরুতর বা স্পর্শকাতর গাইডলাইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিতে পারে ফেসবুক।



















