১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • ১১:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 50

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্তকৃতরা হলেন—এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

পুলিশের অফিস আদেশে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে হাজির করার পর ফেরত আনার পথে স্কর্ট দলের সদস্যরা যাত্রাবিরতি করে। এ সময় তাকে আলাদা কক্ষে বসিয়ে খাবারের ব্যবস্থা করা হয়, যা স্কর্ট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী। অন্য পুলিশ সদস্যরা সাধারণ স্থানে খাবার খান।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এ ঘটনায় সংশ্লিষ্টরা অনৈতিক সুবিধা নিয়েছেন। পরবর্তীতে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে নিশ্চিত করা হয়, স্কর্ট দলের দায়িত্ব পালনে অনিয়ম হয়েছে এবং হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানো হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, এই কার্যকলাপ বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী, অসদাচরণ ও অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ, যা জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই পুলিশ রেগুলেশন অব বেঙ্গল ১৯৪৩ এর প্রবিধান ৮৮০ অনুযায়ী ১১ জনকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক বেতন-ভাতা পাবেন এবং নিয়মিত রোলকল, পিটি ও প্যারেডে অংশ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১১:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্তকৃতরা হলেন—এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

পুলিশের অফিস আদেশে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে হাজির করার পর ফেরত আনার পথে স্কর্ট দলের সদস্যরা যাত্রাবিরতি করে। এ সময় তাকে আলাদা কক্ষে বসিয়ে খাবারের ব্যবস্থা করা হয়, যা স্কর্ট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী। অন্য পুলিশ সদস্যরা সাধারণ স্থানে খাবার খান।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এ ঘটনায় সংশ্লিষ্টরা অনৈতিক সুবিধা নিয়েছেন। পরবর্তীতে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে নিশ্চিত করা হয়, স্কর্ট দলের দায়িত্ব পালনে অনিয়ম হয়েছে এবং হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানো হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, এই কার্যকলাপ বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী, অসদাচরণ ও অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ, যা জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই পুলিশ রেগুলেশন অব বেঙ্গল ১৯৪৩ এর প্রবিধান ৮৮০ অনুযায়ী ১১ জনকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক বেতন-ভাতা পাবেন এবং নিয়মিত রোলকল, পিটি ও প্যারেডে অংশ নিতে হবে।