১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কমল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • ০৭:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি ঘোষিত নতুন দামে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের লিটারপ্রতি মূল্য ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটে লিটারপ্রতি দাম শূন্য দশমিক ৬৫০২ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৬৩৩৩ ডলার করা হয়েছে।

এর আগে আগস্টে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা করা হয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ৬৪০১ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী এখন থেকে জেটএ-১ (অ্যাভিয়েশন ফুয়েল)-এর মূল্যহার নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে। দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক, মূসকসহ দাম নির্ধারণ করা হয়।

এর আগে এ দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-র হাতে। চলতি বছরের শুরু থেকে এ দায়িত্ব স্থানান্তর হয় বিইআরসির কাছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিপিসি গত ২০ জানুয়ারি জেট ফুয়েলের মূল্যহার-সংক্রান্ত প্রস্তাব দেয়। পরে ১৮ ফেব্রুয়ারি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দেয়।

বিমান সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাংলাদেশে জেট ফুয়েলের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি এবং মানও আন্তর্জাতিক মানসম্মত নয়। এর ফলে এখানকার বিমানভাড়া তুলনামূলক বেশি নির্ধারণ করতে হয়।

Please Share This Post in Your Social Media

কমল জেট ফুয়েলের দাম

০৭:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি ঘোষিত নতুন দামে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের লিটারপ্রতি মূল্য ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটে লিটারপ্রতি দাম শূন্য দশমিক ৬৫০২ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৬৩৩৩ ডলার করা হয়েছে।

এর আগে আগস্টে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা করা হয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ৬৪০১ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী এখন থেকে জেটএ-১ (অ্যাভিয়েশন ফুয়েল)-এর মূল্যহার নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে। দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক, মূসকসহ দাম নির্ধারণ করা হয়।

এর আগে এ দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-র হাতে। চলতি বছরের শুরু থেকে এ দায়িত্ব স্থানান্তর হয় বিইআরসির কাছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিপিসি গত ২০ জানুয়ারি জেট ফুয়েলের মূল্যহার-সংক্রান্ত প্রস্তাব দেয়। পরে ১৮ ফেব্রুয়ারি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দেয়।

বিমান সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাংলাদেশে জেট ফুয়েলের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি এবং মানও আন্তর্জাতিক মানসম্মত নয়। এর ফলে এখানকার বিমানভাড়া তুলনামূলক বেশি নির্ধারণ করতে হয়।